জাপানে অলিম্পিক আসরের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প

জাপানে অলিম্পিক আসরের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প

অনলাইন ডেস্ক

আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বুধবার (৪ আগস্ট) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে টোকিওর পূর্ব প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬।

জানা গেছে, অলিম্পিক গেমস ভিলেজে থাকা  আয়োজক, প্রতিযোগী ও সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে।

টোকিওতে অবস্থানকারী এক সাংবাদিক টুইট বার্তায় বলেছেন, টোকিওতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।

আরও পড়ুন


সাকিব-মোস্তাফিজ আইপিএল খেলতে পারবেন

গোয়েন্দার হাতে পিয়াসার ১৭ গোপন ভিডিও, মৌ’র বিয়ে ১১টি

নিয়ন্ত্রণ হারিয়েছে ৪ জাহাজ, ব্রিটেনের দাবি ছিনতাই

দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টির পূর্বাভাস


ভূমিকম্প নিয়ে আরেকজন টুইটে লেখেন, প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। তবে জাপানের আবহাওয়া অধিদপ্তর কোনো সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে। গেমস ভিলেজ ও বিভিন্ন স্টেডিয়াম সেই ভাবেই তৈরি করা হয়েছে যাতে ভূমিকম্পে নষ্ট না হয়।

news24bd.tv এসএম