মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের নিকলীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জলহু মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কামরুল ইসলাম (৩৫) ও মোতালেব মিয়া (৪৫) নামে আরো দুইজন।

গতকাল রাত সোয়া ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটি গ্রামের খেলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

আহতরা হলেন-উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল উত্তর হাটি গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোতালেব মিয়া (৪৫)।  

আরও পড়ুন:


করতালি দিয়ে মাঠেই টাইগারদের অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া

মমেক করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

৪ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে


স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ১০ জন জেলে নৌকা নিয়ে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে মাছ ধরতে যান। রাত সোয়া ১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জলহু মিয়া, শফিকুল, কামরুল ও মোতালেব নামে চার জেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জলহু মিয়া ও শফিকুলকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv নাজিম