ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

Other

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২শত ১৪ জন। নতুন করে ৭৭ জন আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।

এদিকে, করোনা ওয়ার্ডে ৬২ ও আইসোলেশনসহ মোট ভর্তি আছেন ৮৯ জন।

আরও পড়ুন


হানি সিংকে নিয়ে গুরুতর সব অভিযোগ, আদালতের দ্বারস্থ স্ত্রী

ভারতের এলপিইউ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু কর্নার

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটার ঘটনায় মামলা দায়ের

পর্নোগ্রাফিকাণ্ড: এবার শিল্পার সমর্থনে আর মাধবন

আজ বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৩’শ ৭১টি নমুনার ফলাফলের মধ্যে ৭৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২০ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬ জনে।

এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে নতুন করে ৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭শত ৫৭ জন।  

news24bd.tv রিমু