এবার টিকা নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এবার টিকা নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ১১ আগস্টের পর টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইতে থাকে।

আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রী তার এই বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করে নিয়েছে।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তবে ‌‌‌‘‘টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না’’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর  যে বক্তব্য প্রচার হচ্ছে  বক্তব্যের সে অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

news24bd.tv এসএম

আরও পড়ুন


টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

টিকা না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত হয়নি, এটি মন্ত্রীর ব্যক্তিগত মতামত

নওগাঁয় ৫০০ অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

বিয়ের সাজে কনের পুশআপের ভিডিও ভাইরাল (ভিডিও)