ক’দিন থেকেই আলোচনায় মডেল মরিয়ম আক্তার মৌ। মোহম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু কথিত এই মডেলের গ্রেপ্তারের পর থেকেই বিব্রত ও বিরক্ত দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
এই প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ জানান, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি।
মৌ আরও বলেন, ‘শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে। ’
আরও পড়ুন
এবার টিকা নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
টিকা না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত হয়নি, এটি মন্ত্রীর ব্যক্তিগত মতামত
নওগাঁয় ৫০০ অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ
মৌ বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন - তাদেরকেই মডেল বলা যায়। দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই। ’
news24bd.tv এসএম