তিন কোটি টাকার গাঁজা দরজার ফ্রেমে!

তিন কোটি টাকার গাঁজা দরজার ফ্রেমে!

অনলাইন ডেস্ক

দরজার ফ্রেমের ভিতর গাঁজা রেখে পিকআপ ভ্যানে করে অভিনব কৌশলে গাঁজার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন দুজন। কিন্তু  বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুসংলগ্ন নাটাল মোড় এলাকা থেকে গাঁজা ও পিকআপসহ তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত ১৮০ কেজি গাঁজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

আটককৃতরা হলেন- পিকআপের চালক হবিগঞ্জের লাখাই গ্রামের আলতাফ মিয়ার ছেলে মো. সোহাগ ( ২২) ও হেলপার একই এলাকার একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৬)।

তারা অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভিতর গাঁজা রেখে পিকআপ ভ্যানে লাখাই থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে র‌্যাবের হাতে আটক হয়।

ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিকআপ ভ্যান ও গাঁজাসহ আটক করা হয়। একটি মাদক পাচারকারীর বড় সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন পরিবহনে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে যাচ্ছে। বুধবার পিকআপ ভ্যানে দরজার ফ্রেম রেখে তারা ঢাকা যাচ্ছিল।

আরও পড়ুন


গুনাহ হয়ে গেলে যে দোয়া পড়বেন

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

আজ যাদের জন্মদিন


 

এ সময় তল্লাশিতে দেখা যায় ১২টি দরজার ফ্রেমের ভিতর ২১৬টি গাঁজার প্যাকেট রয়েছে যার ওজন ১৮০ কেজি। এর মূল্য প্রায় তিন কোটি টাকা।

news24bd.tv/আলী