নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ২৪ শ্রমিকের লাশ হস্তান্তর

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ২৪ শ্রমিকের লাশ হস্তান্তর

Other

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ বুধবার হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। ৪৮ টি মরদেহের ৪০ টি র ডিএনএ পরিবারের সাথে ম্যাচ করে সিআইডির ফরেনসিক টিম। তাদের মধ্যে থেকে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও ফরেনসিক টিমের সদস্যরা।

সকাল থেকেই মরদেহ নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন নিহতদের পরিবার।  

অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছেন বহু আগেই। এখন সে প্রিয়জনদের লাশ পেতে এমন অপেক্ষা স্বজনদের। অপেক্ষার ক্ষণে প্রিয়জনদের মনে করে চোখের কোনে জমে থাকা অশ্রু লুকাতে পারেননি পরিবারের সদস্যরা।

গেল ৮ জুলাই নারায়নগঞ্জের রুপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় নিতহতের পরিচয় খুঁজে পেতে প্রায় মাস ধরে ডিএএন টেস্ট করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। মোট ৪৮ টির মরদেহের মধ্যে ৪৫ টির পরিচয়ও নিশ্চিত করে সিআইডির ফরেনসিক টিম। যার মধ্যে ২৪টি লাশ হস্তান্তর হয় বুধবার দুপুরে।

নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে দেয়া হয় ২৫ হাজার টাকা আর কোম্পানির পক্ষ থেকে ২ লাখ টাকা।

বাকি মরদেহ হস্তান্তর করা হবে আগামী শনিবার।

news24bd.tv/এমি_জান্নাত