বড় জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস

Other

পেশাদার লিগ ফুটবলে বড় জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে ৩-০ গোলে হারিয়েছে টেবিল টপার ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ব্যবধানে আরামবাগকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।  

বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেবিল টপার বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামার আগে মুক্তিযোদ্ধার সামনে বড় লক্ষ্য ছিলো হার এড়ানো।

দিনশেষে তা আর হলো কই। ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।

২০তম মিনিটেই আতিকুর রহমান ফাহাদের অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন রোবিনহো। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া অস্কারের শীষ্যরা ম্যাচের ৫৫ মিনিটে পায় দ্বিতীয় গোল।

বেসেরার গোলে ব্যবধান ২-০। ৭৮ মিনিটে রোবিনহোর জোড়া পূরণ। অ্যাসিস্ট করেন বেসেরা। ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কারের দল।

এদিকে, কমলাপুরে শেখ রাসেলের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে রেলিগেশন শঙ্কা আরো জোড়ালো হলো আরামবাগের।

আরও পড়ুন

আর্থিক সংকট মেটাতে বাড়ি ভাড়া দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী

চিত্রনায়িকা পরীমণি আটক হচ্ছেন!

পরীমণির বাসায় অজ্ঞাত ব্যক্তিদের হামলার দাবি, আতঙ্কে নায়িকা


 

শেখ রাসেলের জয়ের দিনে গোল করেছেন তিন বিদেশি। ম্যাচের ৩৪ মিনিটে মনিকের গোলে লিড নিয়ে বিরতিতে যায় শেখ রাসেল। ৮০ মিনিটে আসররভ ও অতিরিক্ত সময়ে গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয়ে ভুমিকা রাখেন বখতেয়ার দুইশোবেখভ। এই জয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলে ৬ নম্বরে সাইফুল বারি টিটুর দল।

news24bd.tv/আলী