পরীমনিদের বাসায় অভিযানের আগে কী আদালতের অনুমতি নেয়া হয়েছিলো?

পরীমনিদের বাসায় অভিযানের আগে কী আদালতের অনুমতি নেয়া হয়েছিলো?

Other

মডেল, নায়িকা পরিচয়ে পরিচিতি নারীদের গ্রেফতারের জন্য রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীর এতো বিশাল শক্তি নিয়োগ করতে হয় কেন? তারা কী এতোই ভয়ংকর কিছু যে যুদ্ধাবস্থা তৈরি করে তাদের বাড়ী তল্লাশি চালাতে হয়!

বাংলাদেশের আইনে কী কোনো নাগরিকের বাড়ী বা কোনো নাগরিকের মালিকানাধীন কোনো স্থাপনা, শরীর তল্লাশি চালানোর আগে আদালতের অনুমোদনের নিয়ম আছে? এই নারীদের বাড়ীতে অভিযান চালানোর আগে কী আদালতের অনুমতি নেয়া হয়েছিলো?

কোনো মিডিয়া কী এ নিয়ে কোনো প্রশ্ন করেছে? কিংবা নিজেদের অনুসন্ধানের মাধ্যমে এই তথ্য উপস্থাপন করেছে? 
এগুলো কিন্তু একটি সভ্য রাষ্ট্রের, সভ্য সমাজের একেবারে সাধারনভাবে প্রচলিত রীতি।

লেখাটি শওগাত আলী সাগর- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী