নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৬

নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৬

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৬ জন।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।  

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৪ জন।

মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬, সুবর্ণচরে ছয়, হাতিয়া দুই, বেগমগঞ্জ ৬১, সোনাইমুড়ীতে ১৬, চাটখিল ২৩, সেনবাগে ২৫, কোম্পানীগঞ্জ চার, কবিরহাটে রয়েছে ২৩ জন।

মৃত্যুর হার ১ দশমিক ১৬ শতাংশ।

আরও পড়ুন


আজ খোলা থাকছে ব্যাংক

৫ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

টি-স্পোর্টসে আজকের খেলা

ইসলামী সাইকোথেরাপির প্রবর্তক আল-বালখি

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০, সুবর্ণচরে ১৩, হাতিয়া পাঁচ, বেগমগঞ্জ ১২,সোনাইমুড়ীতে দুই, চাটখিল ১৩, সেনবাগ ৯, কোম্পানীগঞ্জ ৯২, কবিরহাটে ৩০জন রয়েছেন।

এছাড়া সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৩ শতাংশ।

news24bd.tv রিমু