মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগে অস্বীকৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগে অস্বীকৃতি

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন । গত বছরের মার্চে রাজনৈতিক কৌশলে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিরোধীদের চাপের মুখে রয়েছেন মুহিদ্দিন।

তার দাবি, এখনও সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা তার পক্ষে আছেন এবং আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্টের আস্থা ভোটে তিনি সেটা প্রমাণ করবেন।

এদিকে, বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, পদত্যাগ না করে আগামী মাসে আস্থা ভোটের ব্যাপারে সমর্থন দিয়েছেন রাজা আল-সুলতান আব্দুল্লাহ।

আরও পড়ুন


আজ খোলা থাকছে ব্যাংক

৫ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

টি-স্পোর্টসে আজকের খেলা

নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৬

উল্লেখ্য, গত সপ্তাহে নতুন করে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ দিতে থাকে বিরোধীরা। এমনকি রাজাও তার তীব্র সমালোচনা করেন। কারণ, রাজার অনুমোদন ছাড়াই জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছিল সরকার। উমনোর দাবি, রাজা নিন্দা জানানোর পর ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন মুহিদ্দিন।

news24bd.tv রিমু