দিনাজপুরে হেরোইন-ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে আটক

দিনাজপুরে হেরোইন-ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে আটক

অনলাইন ডেস্ক

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে ১১ হাজার ১০০ পিস ইয়াবা ও ৮৩ গ্রাম হিরোইনসহ মা, মেয়ে ও ছেলেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লার লিয়াকত আলীর স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মহাব্বত আলী (১৮)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্রি) এলাকায় একটি বাড়িতে মাদক বিক্রি করছে।

পরে সেখানে পুলিশের একটি টিম পাঠিয়ে দিয়ে মা, মেয়ে ও ছেলেকে হাতেনাতে ৮৩ (তেরাসি) গ্রাম নেশা জাতীয় হেরোইন ও ১ হাজার ১শ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ

অসংখ্য তরুণীর পর্নো ভিডিও পরীর গডফাদার রাজের মোবাইলে

দক্ষিণ চীন সাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত

পর্নোগ্রাফি: আঁচল-নায়লা নাঈম ও শিলাসহ অনেকেই র‍্যাবের নজরদারিতে

বেরিয়ে আসছে পরীমনির অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য


তিনি আরও জানান, আটককৃতরা নিয়মিত মাদকের চালান এসে এলাকায় বিক্রি করে থাকেন। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও হোরোইন উদ্ধার করা হয়। এবং এ অভিযোগে তাদের আটক করা হয়।

news24bd.tv/ নকিব