দুই ম্যাচেও গ্যালারিতে বল ফেলতে পারেনি অস্ট্রেলিয়া
গ্যালারিতে গেলেই নতুন বলের শর্ত

দুই ম্যাচেও গ্যালারিতে বল ফেলতে পারেনি অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সফরে এসে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয়ের বেশকিছু শর্ত আলোচনায় এসেছিলো, যার মধ্যে অন্যতম হলো কোনো ব্যাটসম্যানের ছক্কা উড়ে গিয়ে গ্যালারিতে পড়লে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে।

কিন্তু শর্ত দিয়েও প্রথম দুই টি-টোয়েন্টির একটিতেও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অস্ট্রেলিয়া। দুইবার বল গ্যালারিতে গেলেও ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি।

গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম দুইটি আর মাহমুদউল্লাহ একটি। গ্যালারিতে পড়া বলে আর খেলা হয়নি।

আরও পড়ুনঃ

দিনাজপুরে হেরোইন-ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে আটক

আবারও বাংলাদেশের জয়কে কটাক্ষ ভারতীয় সংবাদমাধ্যমের

পর্নোগ্রাফি: আঁচল-নায়লা নাঈম ও শিলাসহ অনেকেই র‍্যাবের নজরদারিতে

বেরিয়ে আসছে পরীমনির অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য


প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছক্কা মেরেছে মাত্র দুইটি।

একটাও গ্যালারিতে যায়নি। বাংলাদেশ জিতেছে ২৩ রানের ব্যবধানে। সেটাই ছিল টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়।

আর গতকাল বুধবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া একটি ছয় মারলেও তা গ্যালারিতে যায়নি। এ ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

news24bd.tv/ নকিব