৭ তারিখ থেকে দেওয়া হচ্ছে না গণ টিকা

৭ তারিখ থেকে দেওয়া হচ্ছে না গণ টিকা

অনলাইন ডেস্ক

আগামী ৭ তারিখ থেকে প্রান্তিক পর্যায়ে  গণ টিকাদানের কথা থাকলেও তা শুরু হচ্ছে না সেদিন। এই দিন পরীক্ষামূলক ভাবে সারা দেশে টিকা দেয়া হলেও তা শুরু হবে ১৪ তারিখ থেকে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এদিকে গণ টিকাদানের জন্য দেশের বিভিন্ন জেলায় শেষ হয়েছে চুড়ান্ত প্রস্তুতি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।

৭ তারিখ থেকে দেশের প্রান্তিক পর্যায়ে গণটিকা প্রয়োগের কথা মাথায় রেখেই এই প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে কেন্দ্র ও টিকাদান বুথ। প্রতিটি ওয়ার্ডে ৩০০ জনকে টিকা প্রয়োগের লক্ষমাত্রায় প্রস্তুত রাখা হয়েছে বুথ। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই বিশাল কর্মযজ্ঞে স্বাস্থ্য সেবা বিভাগের সাথে কাজ করছে স্থানীয় সরকার, আইসিটিসহ বেশ কিছু সরকারী প্রতিষ্ঠান।

তবে আবারও টিকা প্রয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতা। লক ডাউন, যানচলাচলের কারণ দেখিয়ে আরও ৭ দিন পেছালো এই টিকা কর্মসূচি। তবে পরীক্ষামূলক ভাবে এই টিকা কার্যক্রম চলবে ৭ তারিখ বলে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী ১৪ থেকে ১৯ আগষ্ট চলবে প্রান্তিক পর্যায়ের টিকাদান কার্যক্রম। যেখানে টিকা প্রয়োগ করা হবে সারাদেশের অন্তত ১ কোটি মানুষকে।

news24bd.tv/এমিজান্নাত