শুক্রবার থেকে মশা নিধনে ছাত্রলীগ

শুক্রবার থেকে মশা নিধনে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

সারাদেশে এডিস মশা নিধনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল শুক্রবার (০৬ আগস্ট) সারাদেশে এডিস মশা নিধনে মাঠে নামবে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠানে এডিস মশা নিধনে এই কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

মশা নিধনের কর্মসূচি উদ্বোধনের পর নেতাকর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনে ওষুধ ছিটায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এই কর্মসূচি থেকে জানানো হয়, শুক্রবার থেকে সারাদেশে সংগঠনের প্রতিটি ইউনিটে মশা নিধন কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন:


পরীমনি কাণ্ডে থমথমে ‘সুনসান এফডিসি’

প্রজ্ঞাপন জারি, রোববার ব্যাংক বন্ধ


 

কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক উপসম্পাদক তানভীর হাসানের সঞ্চালনায় এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাঈফ বাবু, মাহমুদুল হাসান (তুষার), তিলোত্তমা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ও বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম (বাঁধন) প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/আলী