বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১০ শতাংশ

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১০ শতাংশ

অনলাইন ডেস্ক

করোনার কারণে দেশের অর্থনীতির ভিন্ন ভিন্ন খাতে স্থবিরতা দেখা দিলেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে এমন তথ্যই দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)। আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু আয় ১০ শতাংশ বেড়েছে। যা এখন ২ হাজার ২২৭ মার্কিন ডলারের সমান।

গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০-২১ অর্থবছরের সাময়িক এবং তাদের আগের অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের চূড়ান্ত জিডিপির হিসাব প্রকাশ করেছে।

২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২০২৪ মার্কিন ডলার।

সেন্টার ফর পলিসি ডায়লগের সন্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ‘স্বল্প জিডিপি প্রবৃদ্ধির মধ্যেও আয় বৈষম্য বেড়েছে। ফলে গরিবসহ অনেকেই নতুনভাবে দরিদ্র হয়েছেন। তাদেরকে দারিদ্র্য থেকে টেনে তুলতে সরকারকে লক্ষ্যভিত্তিক কর্মসূচি নিতে হবে।

আরও পড়ুন


রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস

মদ খাওয়ার কোন লাইসেন্স নেই পরীমণির

নাসুম নিজ জেলার ক্রিকেটে আজীবন নিষিদ্ধ

তুরস্কে ভয়াবহ দাবানল: অল্পের জন্য রক্ষা পেল তাপ বিদ্যুৎকেন্দ্র


বিবিএসের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি চূড়ান্ত হিসেবে বেড়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা সাময়িক হিসেবে ছিল ৫ দশমিক ২৪ শতাংশ।

বিবিএস এর প্রতিবেদন বলছে, ২০১৯-২০২০ অর্থবছরে জুন-জুলাই মাসে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। অথচ ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। ফলে মানুষের মাথাপিছু আয় বাড়লেও জিডিপির প্রবৃদ্ধিতে ধ্বস নেমেছে।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর