লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে রাজধানীতে ফিরছে মানুষ

লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে রাজধানীতে ফিরছে মানুষ

Other

লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে রাজধানীতে ফিরছে মানুষ। এতে করে মানুষের চাপ অব্যাহত রয়েছে বাংলাবাজার - শিমুলিয়া ঘাটে। শুক্রবার সকালে উভয় ঘাটে ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। লকডাউনের কারনে এইরুটের লঞ্চ ও স্পীডবোট বন্ধ রয়েছে।

 

এ কারণে যাত্রীদের চাপ পড়েছে ফেরির উপর। এদিকে গত কয়েক দিন থেকে নদীর স্রোতে ফেরী পারাপারে অধিক সময় লাগার কারণে বাংলাবাজার ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে।  

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ঘাটে আসা কয়েকশ যানবাহনগুলো পারের অপেক্ষায় রয়েছে। ফেরিতে উভয়মুখী যাত্রীর চাপ রয়েছে।

বাড়ি ফেরা মানুষের চাইতে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যাই বেশি এই ঘাটে।  

অন্যদিকে, লঞ্চে চলাচল বন্ধ থাকায় ফেরিতে করে তাদের যাতায়াত করতে হচ্ছে। ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদিতে আজও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে।

আরও পড়ুন


কোনো শর্ত ছাড়াই সৌদিকে অবরোধ প্রত্যাহার করতে হবে

এবার পরীমণিকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

আওয়ামী লীগের কর্মসূচিতে পুলিশের ওসির স্লোগান ভাইরাল

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু


news24bd.tv / কামরুল