টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা

টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা

অনলাইন ডেস্ক

সারা দেশে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের আওতায় করোনার টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশনে একযোগে টিকা দেয়া হবে।

টিকায় অগ্রাধিকার কারা পাবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ২৫ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অগ্রাধিকার পাবেন। এ ছাড়া এবার দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ

থাকতে চেয়েছিলেন মেসি, ক্লাব জানালো সম্ভব নয়!

বেরিয়ে আসছে পরীমনির অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১০ শতাংশ

পরীমণির ঘটনায় যা বললেন তার এলাকাবাসী ও স্বজনেরা


ইউনিয়নের যেসব ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কারণে ৭ আগস্ট করোনার টিকা দেওয়া সম্ভব হবে না এবং পৌরসভার কোনো ওয়ার্ডে ৭ আগস্ট টিকা দেওয়া সম্ভব হবে না; এসব জায়গায় ৮ ও ৯ আগস্ট টিকা দেওয়া হবে।

তবে ১২টি সিটি করপোরেশনে ৭ থেকে ৯ আগস্ট তিন দিন করোনার টিকা দেওয়া অব্যাহত থাকবে।

৮ ও ৯ আগস্ট দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকা কার্যক্রম চলবে। আর ১০ থেকে ১২ আগস্ট রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে।

news24bd.tv/ নকিব

সম্পর্কিত খবর