খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৬১ জন। আজ শুক্রবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট ) বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, যশোরে পাঁচজন, মেহেরপুরে চারজন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৫৪ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।

আরও পড়ুন


কোনো শর্ত ছাড়াই সৌদিকে অবরোধ প্রত্যাহার করতে হবে

এবার পরীমণিকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

আওয়ামী লীগের কর্মসূচিতে পুলিশের ওসির স্লোগান ভাইরাল

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু


news24bd.tv / কামরুল