রাজধানীতে এসপির বাসা থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজধানীতে এসপির বাসা থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবন থেকে আজ শুক্রবার কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।  

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কনস্টেবলের নাম মেহেদি হাসান (২৬)। তাঁর বাড়ি টাঙ্গাইলে। তিনি রাজধানীর বেইলি রোডে এসপি মারুফ সরদারের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এসপি মারুফ হোসেন সরদার জানান, আজ দুপুরের দিকে মেহেদি হাসান প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যেতেও পারে।

সিআইডির অপরাধ শনাক্ত দল ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে।

রাজধানীর রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ওই কনস্টেবলকে গুলিবিদ্ধ অবস্থায় বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর থুতনি দিয়ে গুলি ঢুকেছে।

আরও পড়ুন


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৪৮, শনাক্ত ১২,৬০৬

বাংলাদেশের যশোর সফর স্মরণ করলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু

পিয়াসা ফের ৮ দিনের রিমান্ডে


news24bd.tv / কামরুল