তালেবানদের সহিংসতায় আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান নিহত

দাওয়া খান মেনাপাল

তালেবানদের সহিংসতায় আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে তালেবানদের সহিংসতায় এবার প্রাণ হারালেন আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান দাওয়া খান মেনাপাল। শুক্রবার কাবুলে তার গাড়িতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে।  

তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এক সংবাদ বিবৃতিতে এই হত্যার কথা জানিয়েছেন। এদিকে, আফগান সরকারের সরাষ্ট্র মন্ত্রণালয়ও দাওয়া খানের মৃত্যুর খবর স্বীকার করেছে।

অন্যদিকে, আফগানিস্তানে প্রথমবারের মতো একটি প্রাদেশিক রাজধানী তালেবান জঙ্গীরা দখল করে নিয়েছে।

দক্ষিণপশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানের দখলে চলে গেছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। তিনি জানান, সরকারের কাছ থেকে যথেষ্ট লোকবল না পাওয়ার কারণে জারাঞ্জের পতন হয়েছে। তালেবান যোদ্ধারা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, পুলিশ সদরদপ্তর ও ইরান সীমান্তের কাছে একটি ছাউনি দখলে নিয়েছে।

আরও পড়ুন


সূরা ইখলাসের উচ্চারণসহ বাংলা অনুবাদ

ইতিহাস গড়লো বাংলাদেশ

বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য : অস্ট্রেলিয়ার অধিনায়ক

কোথায় যাচ্ছেন মেসি, এখনো চূড়ান্ত নয়

উল্লেখ্য, আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও নেটো জোট সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সংঘাত বেড়েছে। এরইমধ্যে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তালেবানরা দখলে নিয়েছে বলে দাবী করেছে সশস্ত্র গোষ্ঠীটি।   

news24bd.tv রিমু