বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৭৭ জন।

করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা না গেলেও ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমে ৩১.২৫ ভাগে নেমেছে।

 

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৪৩ জন। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টা চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২০ জন রোগী। একই সময়ে ১১ জন করোনা পজেটিভসহ নানা উপসর্গ নিয়ে ৩৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

মেডিকেল সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

যার মধ্যে ৩ জনের করোনা পজেটিভ। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আজ সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৭৭ জন রোগী। শয্যা রয়েছে ৩শ’ টি।

আরও পড়ুন


‘অঘটন’ বলা ভারতীয় সেই গণমাধ্যম এবার টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ

রাতে বাসা থেকে বের হয়ে বিপাকে অভিনেত্রী ঈশা

ময়মনসিংহ মেডিকেলে আজও ১২ জনের মৃত্যু

পরীমণি-পিয়াসার ২১ অতিথির ঘুম হারাম, গোয়েন্দার হাতে তথ্য


এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩ জনসহ করোনা ডেডিকেটেড ১শ’ শয্যার বরিশাল জেনারেল হাসপাতালে আজ সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৪৮ জন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে কেউ মারা যায়নি।  

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দীর্ঘ প্রায় দেড় মাস পর ৩০ এর কোটায় নেমেছে। গতকাল শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিলো ৩১.২৫ ভাগ।  

এর আগে পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৪২ ভাগ এবং বুধবার ছিলো ৪৮.১৪ ভাগ।

news24bd.tv এসএম