সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাজল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি নিহত কাজল ডাকাত দলের সদস্য।

শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বায়েজিদ সংযোগ সড়ক এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ‘শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতির সংবাদে বায়েজিদ সংযোগ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ডাকাতরা র‍্যাবের উদ্দেশ্যে গুলি ছুড়লে তারাও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলি শেষে কাজল নামে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, গত ১৬ জুলাই বায়েজিদ সংযোগ সড়কে ডাকাতের গুলিতে আব্দুর রহমান (৪৫) নামে গরুবাহী এক ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় গ্রেপ্তার বেশ কয়েকজনের স্বীকারোক্তিতে কাজলের নাম ওঠে আসে।

news24bd.tv এসএম

আরও পড়ুন


পরীমণি-পুলিশ কর্মকর্তার অনৈতিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে

বঙ্গমাতা: নিভৃতে উৎসর্গিত মহাজীবন

তুরস্কের পর এবার গ্রিসেও ভয়াবহ দাবানলের থাবা, নিহত ২

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু