নরসিংদীতে ৯৩টি কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম

নরসিংদীতে ৯৩টি কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম

Other

নরসিংদী জেলার ৯৩টি কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম চলছে। আজ সকাল ৯ টা থেকে এই গণটিকা কার্যক্রম শুরু হয়।  

এ সময় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, স্থানীয় সরকারের উপ-পরিচালক রেজাউর রহমান ছিদ্দিক, নরসিংদী পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ খন্দকার সহ অন্যান্যরা।

নরসিংদী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, টিকাদান কেন্দ্রগুলোতে বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

সকাল থেকেই সুশৃঙ্খলভাবে করোনার টিকা দান কর্মসূচি চলছে। আমরা টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করছি। ইনশাল্লাহ সুষ্ঠভাবে ক্যাম্পেইন সম্পন্ন হবে।

নরসিংদী জেলার ৭২ টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভার মোট ৯৩ টি কেন্দ্রে ৪৭ হাজার ৪০০ ডোজ টিকা প্রদান হচ্ছে।

আরও পড়ুন:


বঙ্গমাতা: নিভৃতে উৎসর্গিত মহাজীবন

তুরস্কের পর এবার গ্রিসেও ভয়াবহ দাবানলের থাবা, নিহত ২

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

‘অঘটন’ বলা ভারতীয় সেই গণমাধ্যম এবার টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ


news24bd.tv / কামরুল