ডিবি কর্মকর্তা সাকলায়েনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি
পরীমনি ইস্যু

ডিবি কর্মকর্তা সাকলায়েনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি

অনলাইন ডেস্ক

পরীমনি ইস্যুতে এডিসি সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

গত জুনে পরীমনির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েনের সম্পর্ক তৈরি হয়। গত ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। ওই সময় পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়।

এর সূত্র ধরেই সাকলায়েনের সাথে পরীমনির পরিচয় হয় ও সখ্যতা বাড়ে।

গত ১ আগস্ট রাত আটটার দিকে চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম মোহাম্মদ সাকলায়েন।

আরও পড়ুনঃ

করোনার টিকা নেয়ার পর বৃদ্ধের মৃত্যু

তুরস্কের পর এবার গ্রিসেও ভয়াবহ দাবানলের থাবা, নিহত ২

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

‘অঘটন’ বলা ভারতীয় সেই গণমাধ্যম এবার টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ


ওই দিনের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। ফুটেজে দেখা গেছে, রাত আটটার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরীমনির হ্যারিয়ার গাড়ি।

ওই ভবনের ১০ তলায় সাকলায়েনের সরকারি বাসভবন। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরীমনিকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এডিসি গোলাম সাকলায়েন বলেন, পরীমনির দায়েরকৃত মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে অনেক আগেই। এখন এ সংক্রান্ত মামলার তদন্ত কাজের সঙ্গে তিনি যুক্ত নন।

news24bd.tv/ নকিব