পৃথিবীর কার্বন বাড়িয়ে দেয়ার জন্য কারা দায়ী!

পৃথিবীর কার্বন বাড়িয়ে দেয়ার জন্য কারা দায়ী!

Other

২০১৯ সালে টাইম ম্যাগাজিন একটা আর্টিকেল প্রকাশ করেছিলো যে, পৃথিবীতে ছয়টা দেশ পরিবেশগত বিপর্যয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে। সেই দেশগুলো হচ্ছে হাইতি, ইয়েমেন,  নাইজেরিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ফিলিপাইন আর কিরিবাতি। এই পরিবেশগত বিপর্যয় হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণের জন্য।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর এই কার্বন বাড়িয়ে দেয়ার জন্য কোন কোন দেশ দায়ী সবচেয়ে বেশী? প্রথমে আসবে চায়নার নাম তারপরে আমেরিকার তারপর ইন্ডিয়া, রাশিয়া, জাপান আর জার্মানী।

আমরা যদি সবচেয়ে ক্ষতিগ্রস্থ ছয়টা দেশের নাম দেখি তার পাশাপাশি সবচেয়ে বেশী কার্বন নিঃসরণ করা দেশের নাম দেখি তাহলে দেখবো যারা সবচেয়ে বেশী কার্বন নিঃসরণ করে পৃথিবীর উষ্ণতা বাড়াচ্ছে তারা কেউই পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেনা। এটাও একটা বড় কারণ যে কেন বৃহৎ শক্তিগুলো কার্বন নিঃসরন কমানোর জন্য আন্তরিক নয়।

আবার যেই দেশগুলো ক্ষতিগ্রস্থ হবে তাদের বেশীরভাগ দেশের  আর্থিক সামর্থ্যও নাই যে এই পরিবেশগত বিপর্যয় মোকাবেলা করার জন্য তারা বিনিয়োগ করতে পারবে।

আরও পড়ুনঃ

করোনার টিকা নেয়ার পর বৃদ্ধের মৃত্যু

তুরস্কের পর এবার গ্রিসেও ভয়াবহ দাবানলের থাবা, নিহত ২

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

‘অঘটন’ বলা ভারতীয় সেই গণমাধ্যম এবার টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ


পাপ করে একজন আর খেসারত দেয় আরেকজন।

পৃথিবীতে সেই অন্যায্য ব্যবস্থা দীর্ঘদিন থেকে চলছে এবং  সভ্যতাও এগুচ্ছে তবুও এর কোন উন্নতি পরিলিক্ষিত হচ্ছেনা।

দরিদ্রেরা আর দুর্বলেরা  সব সময় মার খেয়েই যায় সবলদের কাছে।

news24bd.tv/ নকিব