শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই সরকারের এই পদক্ষেপ : কাদের

শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই সরকারের এই পদক্ষেপ : কাদের

অনলাইন ডেস্ক

সরকার ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। তাদের জীবনই যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কি হবে? তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি এর আগেও ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনসভায় ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।


আরও পড়ুনঃ

গণপরিবহন বাদে সব গাড়ি চলছে

পরীমনির 'বন্ধু' জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা

তালেবানদের সহিংসতায় আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান নিহত

করোনা টিকা না নেয়ায় তিন কর্মীকে ছাঁটাই করলো সিএনএন


তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগি জনশক্তি গড়ে তুলতে হবে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগি কারগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি। করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিশ্বে প্রশিক্ষিত জনবলের যে চাহিদা তৈরি হবে, সে চাহিদার বিপরীতে বাংলাদেশ যেন সর্বোচ্চ সুযোগ নিতে পারে, সে বিষয়টি আমাদের এখনই ভাবতে হবে।

news24bd.tv/এমিজান্নাত