পুলিশের কাছে ফোন, অমিতাভের বাড়ি-সহ চার জায়গায় ‘বোমা’!

পুলিশের কাছে ফোন, অমিতাভের বাড়ি-সহ চার জায়গায় ‘বোমা’!

অনলাইন ডেস্ক

মুম্বাই পুলিশের কাছে শুক্রবার রাতে একটি ফোন আসে। সেখানে বলা হয়, অমিতাভ বচ্চনের বাংলো, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা, দাদর রেলওয়ে স্টেশনে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে চার জায়গায় নিরাপত্তা বাড়িয়ে তদন্তে নামে পুলিশ। এরই জেরে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ওই দুই ব্যক্তি মাতাল অবস্থায় ফোন করেছিলেন।

গ্রেপ্তারের পর সেই দুই ব্যক্তির দাবি, তারা নাকি মুম্বাই পুলিশের দক্ষতা ও তৎপরতার পরীক্ষা নিতে চাইছিলেন।

রাত ৯টায় ফোন পাওয়ার পর বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) এবং ডগ স্কোয়াড নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ।

মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘‘যে যে জায়গার উল্লেখ করা হয়েছিল, তার আশপাশের সমস্ত থানায় আমরা খবর দিয়েছিলাম।

পরে সেই নম্বরে আবার ফোন করার পর বলা হয়, যিনি ফোন করেছিলেন, তিনি এখন খুব ব্যস্ত, বিরক্ত করা যাবে না। শেষে নিজের ফোন বন্ধ করে দেন সেই ব্যক্তি। ’’

আরও পড়ুন:


করোনার টিকা নেয়ার পর বৃদ্ধের মৃত্যু

কী কারণে চয়নিকা চৌধুরীকে নিয়ে যায় ডিবি!

রাজবাড়ীতে নারীকে এক সঙ্গে দুইবার টিকা প্রদান

পরিমনি ইস্যুতে সংবাদ সম্মেলন করছে শিল্পী সমিতি সরাসরি 


news24bd.tv / কামরুল