'বাজেটের পর সঞ্চয়পত্র সুদের হার রিভিউ'

ফাইল ছবি

'বাজেটের পর সঞ্চয়পত্র সুদের হার রিভিউ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমাদের সঞ্চয়পত্রের সুদের হার খুব বেশি হয়ে গেছে। এটা সমন্বয় করতে হবে। তবে সময়ের অভাবে আগামী বাজেটের আগে সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে কিছু করা যাচ্ছে না। আশা করছি আগামী বাজেটের পর সঞ্চয়পত্র সুদের হার রিভিউ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে যে রাজস্ব আদায় হয়, তার ৫০ শতাংশ ব্যবসায়ীদের কাছ  থেকে আসে। যদিও এটা অনেক কম। এই আদায়ের পরিমাণ ৮০ শতাংশ হওয়া উচিত। বড় বড় প্রকল্পের গুণগত মান ও দীর্ঘসূত্রিতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে কথা হচ্ছে।

এ নিয়ে আমরা কিছু পদক্ষেপও নিয়েছি। আশা করছি আগামী বাজেটে আরও কিছু পদক্ষেপ নেয়া হবে। ’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও নিউজ টোয়েন্টিফোর এই প্রাক বাজেট আলোচনার আয়োজন করে।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর