কুয়াকাটা সৈকতের ব্লক পয়েন্টে মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতের ব্লক পয়েন্টে মৃত ডলফিন

অনলাইন ডেস্ক

আবারও কুয়াকাটা সৈকতের ব্লক পয়েন্ট সংলগ্ন স্থান থেকে একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সৈকতে ভেসে আসা ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল।

শনিবার (৭ আগস্ট) বিকেলের দিকে ওই স্থানে ডলফিনটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে সেটিকে মাটিচাপা দেয়া হয়।

এসময় স্থানীয় জেলেরা জানান, শনিবার বিকেলে সৈকতে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সংবাদ দেয়া হয়। পরে তাদের নির্দেশে সৈকতে ডলফিনটি মাটিচাপা দেয়া হয়। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছিল।

জেলে আব্দুল গাফফার জানান, সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। এটি কোনো মাছধরা জেলেদের জালে আটকা পড়েছিল। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডণীয় হওয়ার এটি জেলেরা পরে সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।

আরও পড়ুন


সূরা বাকারা: আয়াত ২০-২২, দুনিয়ায় মুনাফিকের শাস্তি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব : বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার নাম

একদিনে আরো ২০৪ ডেঙ্গু রোগী


কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি শনিবার কোনো এক সময় জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে।  

এর আগেও একাধিক বার কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া যায়।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক