সাঁতার কাটতে গিয়ে কুমিরের হামলায় দুই সেনা সদস্য গুরুতর আহত

সাঁতার কাটতে গিয়ে কুমিরের হামলায় দুই সেনা সদস্য গুরুতর আহত

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় কুমিরের হামলায় দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। শুক্রবার কুইন্সল্যান্ডে সাঁতার কাটার সময় কুমিরের হামলার শিকার হন তারা।    

রয়টার্স'এর খবর অনুযায়ী, কুমিরের হামলায় মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে অস্ট্রেলিয়ার দুই সেনা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

খবরে  আরও বলা হয়, সাঁতার কাটছিলেন ওই দুই সেনা শহর থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে উপকূলীয় কেপ ইয়র্ক পেনিনসুলায় একটি গ্রামে।

এ সময় তারা কুমিরের হামলার শিকার হন। একজনকে কুমির হামলা করলে তাকে বাঁচানোর চেষ্টা করেন অপর সহকর্মী। সহযোগিতায় এগিয়ে সেনা সদস্য হাতে ও কবজিতে আঘাত পেয়েছেন।

আরও পড়ুন


৮ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

দোয়া ইউনুস পড়ার উপকারিতা

মা-বাবার বিচ্ছেদের রহস্য ফাঁস সারার

প্রকাশ্যে তরুণ নেতাকে গুলি করে হত্যা, ভয়াবহ দৃশ্য সিসিটিভিতে ধরা

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত দুই জন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর সদস্য।

 

এদিকে, ঘটনাটি তদন্ত  করে দেখা হবে বলে জানিয়েছে কুইন্সল্যান্ডের পরিবেশ অধিদফতর।   

news24bd.tv রিমু