দীর্ঘ ৭ বছর পর মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত ছাত্রীরা

দীর্ঘ ৭ বছর পর মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত ছাত্রীরা

অনলাইন ডেস্ক

অবশেষে দীর্ঘ ৭ বছর পর নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের হাতে অপহরণের শিকার স্কুল ছাত্রীরা মুক্তি পেয়েছে। গতকাল শনিবার ওই সব ছাত্রীদের মুক্তি দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের খবরে এমনটিই জানানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গি সংগঠন বোকো হারাম ৭ বছর আগে অপহরণকৃত ছাত্রীদের ছেড়ে দিয়েছে।

মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সি প্রায় ৩০০ স্কুলছাত্রীকে নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে অপহরণ করেছিল বোকো হারামের সদস্যরা।

ছাত্রীদের মুক্তির জন্য দেশে-বিদেশে ‘#ব্রিং-ব্যাক-আওয়ার-গার্লস’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়।

আরও পড়ুন


তালেবান অবস্থানে বি-৫২ বোমারু বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা

ইসরাইলি জাহাজে হামলা: উত্থাপিত দলিল ‘জাল’ বলে প্রত্যাখ্যান ইরানের

কোন ‘সুখী নারীকে’ হত্যাই তার একমাত্র লক্ষ্য

চতুর্থ টি-টোয়েন্টিতে সাকিবের বাজে পারফরম্যান্স নিয়ে যা বললেন শিশির


এ পর্যন্ত কয়েক দফায় ২০০ ছাত্রীকে মুক্তি দিলেও আরও শতাধিক শিক্ষার্থীর হদিশ মিলেনি এখন পর্যন্ত।

কয়েক বছর ধরেই চিবোকসহ উত্তর নাইজেরিয়ার বড় একটি অঞ্চল রীতিমতো আতঙ্কের জনপদ৷

জঙ্গি সংগঠন বোকো হারাম সেখানে হত্যা ও অপহরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে৷ গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আরও ১ হাজার শিক্ষার্থীকে অপহরণ করেছে এ জঙ্গি সংগঠন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক