বরিশালের দুই হাসপাতালের আরও ১৩ জনের মৃত্যু

বরিশালের দুই হাসপাতালের আরও ১৩ জনের মৃত্যু

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন ২৮০ জন রোগী। অপরদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দীর্ঘ প্রায় দেড় মাস পর ৩০ ভাগের নীচে নেমেছে।  

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৭৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। একই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা ছিলো পজেটিভ। আজ রবিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৮০ জন রোগী। যার মধ্যে করোনা আক্রান্ত ৯২ জন। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোনা ছিলো পজেটিভ।

আরও পড়ুন


ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি, থাকতে হবে টিকার সনদ

কানাডায় বৃদ্ধি পেয়েছে মাদক গ্রহণ, হ্রাস পেয়েছে গাঁজা সেবন

তিন সপ্তাহ ধরে হোটেলে নায়িকা, হাসপাতালে ভর্তি

জঙ্গি বিমান দিয়ে আফগানিস্তানে হামলা, নিহত দুই শতাধিক তালেবান


আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত প্রায় দেড় মাস পর অনেকাংশ কমেছে। গতকাল শনিবার রাতের সব শেষ রিপোর্টে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ছিলো ২৯.৩০ শতাংশ।

news24bd.tv এসএম