ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়েছে।
রোববার (৮ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে সদরে ১ জন মারা গেছে।
তিনি আরও জানান, আজ সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে আসা ১৭৩টি নমুনার ফলাফলের মধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২১ দশমিক ৩৮ শতাংশ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৫৫ জনে।
আরও পড়ুন
বরিশালের দুই হাসপাতালের আরও ১৩ জনের মৃত্যু
ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি, থাকতে হবে টিকার সনদ
কানাডায় বৃদ্ধি পেয়েছে মাদক গ্রহণ, হ্রাস পেয়েছে গাঁজা সেবন
তিন সপ্তাহ ধরে হোটেলে নায়িকা, হাসপাতালে ভর্তি
এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৪ জন। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৬ জন। এরমধ্যে বেশি মৃত্যু হয়েছে সদর উপজেলাতে ১৮০, শৈলকূপায় ১৬, কালীগঞ্জে ১০, কোটাঁদপুরে ৫, হরিনাকুন্ডে ৮ ও মহেশপুরে ৭ জন।
news24bd.tv এসএম