পর্যটন কেন্দ্র খোলার ব্যাপারে যা জানালেন প্রতিমন্ত্রী

পর্যটন কেন্দ্র খোলার ব্যাপারে যা জানালেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

‘কঠোর বিধিনিষেধ’ শিথিল শেষে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করবে।

সড়ক, রেল ও নৌ-পথ খুলে দেওয়া হলেও পর্যটন কেন্দ্রগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ফলে বন্ধই থাকছে পর্যটন কেন্দ্রগুলো।  

রোববার (৮ আগস্ট) সচিবালয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, মনে হয় না।

পর্যটন কেন্দ্রগুলো মনে হয় এই মুহূর্তে খুলছে না। এটা আরও পরে।

তিনি বলেন, বিধিনিষেধ কতটুক কিভাবে শিথিল করা হবে সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো, হয়তো সোমবার (৯ আগস্ট) সকালের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি।

আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে সবাইকে মাস্কও পরতে হবে কাজও করতে হবে। মাস্ক পরলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও পড়ুন:


মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহে আধা ঘণ্টা বন্ধ টিকা কার্যক্রম

বাংলাদেশ জলসীমা থেকে একটি ফিসিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলে আটক


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর