শহর রক্ষা বাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কে দিনাজপুর শহরের মানুষ

শহর রক্ষা বাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কে দিনাজপুর শহরের মানুষ

Other

বর্ষা এলেই আতঙ্কে থাকেন দিনাজপুর শহরের মানুষ। শহর রক্ষা বাঁধ পুরোপুরি মেরামত না হওয়ায় এই আতঙ্ক। ২০১৭ সালের বন্যায় ক্ষতির শিকার বাঁধটি মেরামতে বেশ কয়েকবার আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি।  

দিনাজপুর শহরের ‍দুই পাশে দুই নদী-পুনর্ভবা ও গর্ভেশ্বর।

বন্যা থেকে শহরকে রক্ষায় শহরে বাঁধ আছেছ ২৮ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা এই বাঁধ ২০১৭ সালের বন্যায় ক্ষতির শিকার হয়। সেবার এক জায়গায় বাঁধ ভেঙ্গে যায়, মারাত্মক ক্ষতি হয় বেশকিছু অংশে।

শহরবাসী এই বাঁধ রক্ষায় পরে অনেকবার আশ্বাস পেয়েছে, তবে বাস্তবায়ন দেখেনি।

জিও ব্যাগ ফেলে ভাঙ্গা অংশ মেরামত করা হলেও, ক্ষতির শিকার অন্য অংশগুলো আগের রূপ ফিরে পায়নি চার বছরেও। তাই বর্ষা শহরের মানুষের কাছে আতঙ্কের নাম।

পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোনো প্রকল্প না নিলেও, কর্মকর্তারা বলছেন, জিও ব্যাগ ও মাটি ফেলে বাঁধ মেরামতের কাজ চলমান। বর্ষার ক্ষতি থেকে বাঁচাতে এরইমধ্যে কাজ শুরু করেছেন তারা।

বাঁধের এ ধরণের মেরামতকে জোড়াতালি হিসেবেই দেখেন স্থানীয় মানুষ। বড় প্রকল্প নিয়ে স্থায়ী সমাধানের দাবি তাদের।


আরও পড়ুন:

১১ আগস্ট থেকে চলবে সব কিছু

বিধিনিষেধ শিথিল করা নিয়ে নতুন করে যা জানালেন মন্ত্রী

গণটিকার দ্বিতীয় দিনে বেড়েছে ভোগান্তি

ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি, থাকতে হবে টিকার সনদ


news24bd.tv/এমিজান্নাত