আজ জন্মদিন হলে ( ৯ অগস্ট ২০২১ )- সকাল থেকে অতিরিক্ত কাজের চাপের জন্য মন খুব চঞ্চল থাকতে পারে। আজ একটু সাবধানে থাকা দরকার, সম্মান নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। অধিক কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি।
রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য- এই বছর শত্রুর আপস প্রস্তাবে সাড়া দিতে পারেন। প্রেমে প্রচুর আনন্দ। কর্মের উন্নতিতে ভাল সাহায্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে সুখবর। কোনও মহিলার কাছ থেকে সুবিধা লাভ, কিন্তু বদনাম থেকে সাবধান। বিবাহিত জীবন আনন্দে কাটবে। চাকরি যারা করেন, তাদের জন্য ভাল সময়।
আরও পড়ুন
যে দোয়ায় মৃত্যুযন্ত্রণা হালকা হয়
করোনায় আক্রান্ত সহযোগী, নিয়ম ভেঙে অফিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী
কোরআন-হাদিসের আলোকে অসুস্থতার দিনগুলোতে যা যা করবেন
আপনার ব্যক্তিত্ব- সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হয়। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত। সমালোচনা সহ্য করতে পারে না। পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিস্কের শ্রমেই বেশি সফল। এরা খুব তোষামোদপ্রিয়। তবে সকলের সঙ্গে সমান ভাবে মেশে না। এরা সব সময় চায় সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে। এদের শরীরে রাগ একটু বেশি হয়। অপরের কোনও আদেশ এরা বেশি পছন্দ করে না।
news24bd.tv রিমু