আজও দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজও দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

আজ সোমবার ঢাকাসহ দেশের অনেক জায়গা খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এইসব জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

আরও পড়ুন


যে অভিযোগে সরানো হয়েছে এডিসিকে, সেই অভিযোগকারী খোদ পরীমণি

যে দোয়ায় মৃত্যুযন্ত্রণা হালকা হয়

টি-স্পোর্টসে আজকের খেলা

কোরআন-হাদিসের আলোকে অসুস্থতার দিনগুলোতে যা যা করবেন

রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৬৪, সন্দ্বীপে ৭৮, সিলেটে ৪৭, পটুয়াখালীতে ৭৯ ও কক্সবাজারে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ সময় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক