ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৮৮জন আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২জন মারা গেছে। সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ৪৭ ও আইসোলেশনে ২২জনসহ জেলার ৬টি উপজেলায় মোট ভর্তি ৯৩ জন।
আজ সোমবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৩০০শতটি নমুনার ফলাফলের মধ্যে ৮৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯দশমিক ৩৩ ভাগ।
এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২শত ৪৩ জনে। এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে নতুন ১২জনসহ মোট সুস্থ হয়েছেন ৫হাজার ১শত ৯৬জন।
এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২শত ২৮জন। এরমধ্যে বেশি মৃত্যু হয়েছে সদর উপজেলাতে ১৮১,শৈলকূপায় ১৭,কালীগঞ্জে ১০,কোটচাদপুরে ৫,হরিনাকুন্ডে ৮ ও মহেশপুরে ৭জন।
আরও পড়ুন:
সিরিজের শেষ ম্যাচে সাকিবসহ দুই পরিবর্তন
মেসির বিদায়ের দিনে রোনালদোর য়্যুভেন্তাসকে হারাল বার্সা
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু
পরীমণির-সাকলায়েন সম্পর্কের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি
NEWS24.TV / কামরুল