২৭ দিন পর কলেজ অধ্যক্ষের মৃতদেহ উদ্ধার, ৩ জন আটক

২৭ দিন পর কলেজ অধ্যক্ষের মৃতদেহ উদ্ধার, ৩ জন আটক

অনলাইন ডেস্ক

গত ১৩ জুলাই আশুলিয়ার নরহিংহপুরের সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন নিখোঁজ হন। এ ঘটনায় ২২ জুলাই থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ অধ্যক্ষের পরিবার। সাধারণ ডায়েরির সূত্র ধরে অনুসন্ধানে নামে র‍্যাব। নিখোঁজের ২৭ দিন পর র‍্যাবের অনুসন্ধানে অধ্যক্ষকে হত্যার তথ্য পাওয়া যায়।

র‍্যাবের অভিযানে হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনাকারী আবু মোতালেব, রহিম বাদশা ও রবিউলকে আটক করা হয়। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়ে পাঁচ খন্ড মরদেহ উদ্ধার করে র‍্যাব।

আরও পড়ুনঃ

সাকিবকে নিয়ে ভাইরাল খবরটি গুজব ও ভিত্তিহীন!

মেসির বিদায়ের দিনে রোনালদোর য়্যুভেন্তাসকে হারাল বার্সা

অনুমোদনের অপেক্ষায় সরকারি চাকরিতে বয়স ছাড় দেয়ার প্রস্তাব

পরীমণির-সাকলায়েন সম্পর্কের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি


র‍্যাব জানায়, স্কুলের পার্টনারদের মাঝে অর্থ নিয়ে ঝামেলা ও প্রতিহিংসা পরায়ণ হয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

news24bd.tv/ নকিব