আঁটসাঁট পোশাক পরার ‘অপরাধে’ তরুণীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আঁটসাঁট পোশাক পরার ‘অপরাধে’ তরুণীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর থেকে দেশটিতে তালিবানদের নিয়ে ‘ভয়’ বাড়ছেই। আঁটসাঁট পোশাক পরা এবং সাথে কোন পুরুষ ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে ২১ বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যা করেছে তালিবান। আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে এই ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজারের।

যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা রেডিও আজাদির একটি রিপোর্টে বলা হয়েছে, মাজার-ই-শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। গাড়িতে উঠতে যাবেন, তখনই তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলা হয়।

নিহত তরুণীর নাম নাজনিন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বোরখা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি।

তাই তার পোশাক গায়ে সেটে ছিল নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন তা দেখে বোঝার উপায় ছিল না। কোনও পুরুষ সদস্য ছাড়া একা বেরিয়েছিলেন বলেই তাকে খুন করেছে তালিবান। যদিও তালিবান এই খুনের কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন: 

সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান

পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার 

আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের


এলাকার দখল নেওয়ার পর থেকেই তালিবান বাহিনী মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। মহিলাদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে তারা। এছাড়া পুরুষ সঙ্গী ছাড়া নারীদের বাইরে বের হবার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

news24bd.tv/ নকিব