গ্রিসে দাবানল : প্রাণ বাঁচাতে পালাচ্ছে মানুষ

গ্রিসে দাবানল : প্রাণ বাঁচাতে পালাচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক

গ্রিসের এভিয়া দ্বীপে টানা ষষ্ঠদিনের মতো তাণ্ডব চালাচ্ছে ভয়ংকর দাবানল। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পালাচ্ছে সেখানকার হাজার হাজার মানুষ। দাবানল মোকাবিলায় কয়েকশ’ দমকলকর্মীর পাশাপাশি সেনাবাহিনী নামিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্স, মিসর, স্পেন, সুইজারল্যান্ডের মতো প্রতিবেশীরাও।

আজ রবিবার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ংকর দাবানল। এতে পুড়ে ছাই হয়ে গেছে দ্বীপটির উত্তর পাশের হাজার হাজার হেক্টর বনের গাছপালা, ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক ডজন গ্রামের বাসিন্দারা। অন্তত পাঁচটি গ্রামের সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।


আরও পড়ুন

সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান

পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার 

আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের


গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত গ্রিক কোস্টগার্ড এভিয়া থেকে দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।

প্রাণ বাঁচাতে আরও অনেকেই পায়ে হেঁটে সরে যাওয়ার চেষ্টা করছেন।

সূত্র রয়টার্স

news24bd.tv/এমি-জান্নাত