বুধবার থেকে ব্যাংক লেনদেন হবে যে সময়ে

বুধবার থেকে ব্যাংক লেনদেন হবে যে সময়ে

অনলাইন ডেস্ক

আগামী বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সকল ক্ষেত্রে মাস্ক পরার বিষয় নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।


আরও পড়ুন

গ্রিসে দাবানল :প্রাণ বাঁচাতে পালাচ্ছে মানুষ

সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান

পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার 

আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের


news24bd.tv/এমি-জান্নাত