ডিপজলের চোখে অস্ত্রোপচার

ডিপজলের চোখে অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক

ঢালিউড অভিনেতা ও প্রযোজক ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপজল চোখের সমস্যায় ভুগছিলেন। এ জন্য ফের ঢালিউডের এই শক্তিমান অভিনেতাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে।

সোমবার (০৯ আগস্ট) সকালে ডিপজলের ডান চোখে অস্ত্রোপচার হয়েছে বলে জানান এই অভিনেতা নিজেই।   

ডিপজল বলেন, ‘আমার ডান চোখে অপারেশন করে লেন্স পরানো হয়েছে।

সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

এই অভিনেতা জানান, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘বাংলাদেশ আই কেয়ার হসপিটাল’-এ তার চোখের অপারেশন করা হয়।

এর আগে তার বাম চোখেও লেন্স পরানো হয়েছিল।   

আরও পড়ুন


করোনায় আক্রান্ত সহযোগী, নিয়ম ভেঙে অফিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে ১৯ জনের মৃত্যু

১৫ বছর হামলা চালানোর দুঃসাহস দেখায়নি তেল আবিব


মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এর পর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও বেশ পরিচিত ডিপজল।

news24bd.tv/আলী