মেসির বিদায়ের পর মাঠে নেমে জয় বার্সার

অনলাইন ডেস্ক

লিওনেল মেসির বিদায়ের পর প্রথমবারের মত মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। জুভেন্টসাকে ৩-০ গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুমূলক কাপ গাম্পের ট্রফি জিতে নিয়েছে কাতালানরা। এদিকে, ড্র দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করেছে রিয়াল মাদ্রিদ। আর, পার্মাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

ক্যাপম্প নউয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা। তুরিনের ওল্ড লেডিদের হয়ে মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছিলেনা না বার্সার জার্সি গায়ে মেসি। ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা এই ফুটবলারকে ছাড়া প্রথম ম্যাচের শুরুতেই হতেই দলকে এগিয়ে নেন মেমফিস।

ইউসুফ দেমিরের পাস পেয়ে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডাচ এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর গোল না হলেও, ৫৭ মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট।

আর, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে লক্ষ্য ভেদ কনের বার্সার জয় নিশ্চিত করেন রিকি পুস। প্রাক-মৌসুমে পাঁচ ম্যাচে এই নিয়ে চারটিতে জিতল বার্সেলোনা।

আরও পড়ুন: 

সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান

পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার 

আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের


 

এদিকে, ড্র দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করেছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব এসি মিলানের গোল হজম না করলেও, কাঙ্খিত গোলের দেখা পায়নি গ্যালাকটিকোরা। এই ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের হয়ে প্রথম মাঠে নামেন গেলো মাসে যোগ দেয়া দাভিদ আলাবা।

প্রাক মৌসুমে গত মাসে স্পেনের দ্বিতীয় সারির দল ফুয়েনলা-ব্রাদার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়িন মাদ্রিদের জায়ান্টরা। গত মাসের শেষ সপ্তাহে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে তারা হেরেছিলো ২-১ গোলে। ফলে আত্মবিশ্বাসের তলানিতে থেকেই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে আনচেলত্তির দল।

এদিকে, নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে ইন্টার। স্বদেশী ক্লাব পার্মাকে ২-০ গোলে গারিয়েছে নিরাজ্জুরিরা। ৫৯ মিনিটে ব্রোজোভিচের গোলে লিড নেয় ইন্টার।

এর ঠিক ১০ মিনিট পর মাতিয়াস ভ্যাকিনো লক্ষ্যভেদ করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গেলো মৌসুমের সিরি আ চ্যাম্পিয়নরা।

news24bd.tv/আলী