ভাড়ায় নেয়া গাড়ি বিক্রি করে ৪ মাসে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বিক্রি করে অন্তত ৩৫ টি গাড়ি। আর প্রতারণার এই জাল বুনতে দুইশোরও বেশি শ্রমিক ও ভাড়ায় মেশিন নিয়ে বানিয়ে ছিলেন গার্মেন্টসও। এমনি একটি চক্রের মূল হোতাসহ প্রতারণা ও সংঘবদ্ধ গাড়ি প্রতারক চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
সাজানো এই গাড়িগুলো সব চোরাই। আব্দুল কায়ুইম ছোটন নামের এক প্রতারক গার্মেন্টস ব্যবসার আড়ালে এই গাড়িগুলো বাগিয়ে নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, একেকটি গাড়ি থেকে ছোটন ২৫ থেকে ৩৫ হাজার টাকায় ভাড়া নিতেন। ড্রাইভারও নিয়োগ দিতেন ছোটন। বিশ্বাস অর্জনের জন্য নিয়ে যেতেন তার গার্মেন্টসে। মালিকের সব কাগজপত্রও নিয়ে নিতেন ছোটন।
সিআইডি বলছে, বিশ্বাস অর্জনের জন্য তিনি তার গার্মেন্টসকে বেশ আকর্ষণীয় করেই সাজিয়েছিলেন। গার্মেন্টসের সব যন্ত্রাংশও এনেছিলেন ভাড়ায়। ২১০ জন শ্রমিকও নিয়োগ দিয়েছিলেন ছোটন। যাদের বেতনও ঠিক ভাবে দেয়নি এই চক্রটি।
আরও পড়ুন:
সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান
পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার
আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের
সিআইডির এই কর্মকর্তা জানান, একেকটি গাড়ি বাজারমূল্য থেকে অনেক কমদামে বিক্রি করতো চক্রটি।
ছোটন গাড়ি প্রতারণা করে ৪ মাসে অন্তত ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
news24bd.tv/আলী