ঘটনা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে। বোন মারা যাওয়ায় পারিবারিকভাবে দুলাভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল ১৩ বছরের এক কিশোরীর। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার গিয়ে বিয়ে বন্ধ করেন।
গতকাল সোমবার বিকেলে তেওতা ইউনিয়নের যমুনার দুর্গম আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, পরে জোর করে বিয়ে দেয়া হচ্ছে এ খবর জানতে পেরে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন সুলতানাকে বিষয়টি অবহিত করা হয়। সেখানে স্পীডবোড যোগে পৌঁছে ১৮ বছরের আগে ওই কিশোরীকে কোথাও বিয়ে দেয়া হবে না মর্মে মুচলেকা নেয়া হয় কিশোরীর বাবা মোদী মোল্লার কাছ থেকে।
আরও পড়ুন:
সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান
পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার
আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা গণমাধ্যমকে জানান, কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও তাকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
উল্লেখ্য, এই বিয়েতে রাজি ছিলেন না ওই কিশোরী।
news24bd.tv/ নকিব