পর্নফিল্মকাণ্ডে রেহাই মিলল না। বম্বে হাইকোর্টে খারিজ পিটিশন। জামিন না পেয়ে তাই আপাতত জেলেই থাকতে হবে রাজ কুন্দ্রাকে।
পাশাপাশি তার সঙ্গী রায়ান থর্পের পিটিশনও খারিজ করে দেওয়া হয়েছে।
আদালতের তরফে জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেট আদালতের তরফে রাজ কুন্দ্রাকে পুলিশ হেফাজতে দেওয়ার নির্দেশে কোনও ভুল নেই।
আরও পড়ুন
কাল থেকে গণপরিবহন চালু, আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না
করোনার পরে চুল ঝরে যাচ্ছে? সমাধান জেনে নিন
কক্সবাজারে রিকশাচালককে নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত যাত্রী
উল্লেখ্য, গত ২৭ জুলাই মুম্বাইয়ের আদালতের তরফে রাজ কুন্দ্রা ও তার সহযোগী রায়ান থর্পকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত। কিন্তু পিটিশন দাখিল করেও কোনও লাভ হল না। আদালতের তরফে রাজ কুন্দ্রার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।
বম্বে হাইকোর্ট জানিয়েছে, সমস্ত নিয়ম মেনেই নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। তাই এই বিষয়ে এখনই কোনওরকম হস্তক্ষেপ করতে নারাজ উচ্চ আদালত।
news24bd.tv রিমু