কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু

Other

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনায় শনাক্ত ছিলেন। ১ জনের করোনার উপসর্গ ছিলো।

সোমবার (৯ আগষ্ট) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে।

এছাড়াও ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে আরো ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২৯.০২ শতাংশ হয়েছে।

একই সময়ে আরো ১১৬ জন সুস্থ হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের করোনার জন্য ২শ’ বেডের বিপরীতে বর্তমানে ভর্তি আছে ১৯৯ জন।

এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৫৮ জন। বাকীদের উপসর্গ আছে।

আরও পড়ুন


লক্ষ্য ইরান: ইসরাইলি সাবমেরিনের বিপজ্জনক অভিযান

গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে নিরাপত্তা জোরদার

কাল থেকে গণপরিবহন চালু, আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না

বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কোনো খেলোয়াড়


কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ শ’ ৪৪ জন। এ পর্যন্ত করোনায় মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৬ হাজার ১ শ ১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪শ ২৪ জন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক