পদ্মা সেতুর পিলারে আবার ধাক্কা, থানায় সেতু কর্তৃপক্ষের জিডি

পদ্মা সেতুর পিলারে আবার ধাক্কা, থানায় সেতু কর্তৃপক্ষের জিডি

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর-এর ধাক্কা দেয়ার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

তিনি জানান, সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের সোমবার রাত ১১টার দিকে জিডিটি করেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম বলেন, ফেরিটি যখন পদ্মা সেতু ক্রস করছিল তখন একটি ট্রলার ফেরিটির সামনে দিয়ে যাচ্ছিল।

ট্রলারটিকে রক্ষা করতে গিয়ে প্রবল স্রোতের মধ্যে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ২৭টি যান ভর্তি রো রো ফেরিটির পেছনের অংশ ফেটে হুঁ হুঁ করে পানি ঢুকতে থাকে। এছাড়া খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা দুটি ট্রাক প্রাইভেটকারকে চাপা দেয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: 

লন্ডনের টাওয়ার ব্রিজে অঘটন, বন্ধ করতে হল যাতায়াত

আগামী ২০ আগস্ট পবিত্র আশুরা

সিরিজ জয় বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ করলো টাইগাররা

আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের


এদিকে, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে গেছে। এতে সেতুর তেমন কোনো ক্ষতি হয়নি। তারপরও এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। ফেরিটিতে থাকা যাত্রী ও যানবাহনের বড় ক্ষতি হতে পারতো।

news24bd.tv/ নকিব